শনিবার মাঝরাতে কমনওয়েলথ গেমস ( Commonwealth Games) ২০২২ এ ভারতের (India) হয়ে চতুর্থ পদক জিতেছেন ভারোত্তলক বিন্দ্যারানী দেবী। মহিলাদের ৫৫ কেজি বিভাগে রুপো জিতেছেন তিনি। এই পদক জিতে উচ্ছসিত বিন্দ্যারানী। এই পারফর্মেন্সকে নিজের কেরিয়ারের সেরা হিসেবে তুলে ধরেছেন তিনি।

কমনওয়েলথ গেমসে রুপো জিতে বিন্দ্যারানী সাক্ষাৎকারে এক সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে বলেন, “আমি আমার পারফর্মেন্সে খুব খুশি। আমি আমার কেরিয়ারের শুরুর দিকে খেলাগুলি খেলছি এবং আমি খুব খুশি এই পর্যায়ে রুপো জিততে পেরে।”
এই ইভেন্টে নিজের পারফর্মেন্স নিয়ে বিন্দ্যারানী বলেন, “আমি খুব খুশি প্রথমবার কমনওয়েলথ গেমস খেলতে এসে রুপো জিততে পেরে। এটি আমার জীবনের সেরা পারফর্মেন্স। সোনাটা হাতছাড়া হয়ে গেল। যখন আমি পোডিয়ামে ছিলাম, আমি মাঝখানে ছিলাম না। এর পরের বার আরও ভালো করব।”

এই জয়ের পর বিদ্যারানী আগামী দিনের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। বিন্দ্যারানী বলেছেন, “আমার পরের টার্গেট হল জাতীয় গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং তারপর ২০২৪ প্যারিস অলিম্পিক্স। এগুলোতে আরও ভালো করার চেষ্টা করব।”

স্ন্যাচ রাউন্ডে তৃতীয় প্রয়াসে ৮৬ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে ১১৬ কেজি তুলে রুপো জিতেছেন বিন্দ্যারানী।
আরও পড়ুন:Atk Mohunbagan: ডার্বি পিছিয়ে যাওয়ায় বিরক্ত বাগান কোচ














































































































































