রবিবার সকালে শহর কলকাতায় পা রাখলেন পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba)। ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan) সই করেছেন তিনি। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি সোশো থেকে ট্রান্সফার ফি দিয়ে পোগবাকে সই করিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রাক মরশুমের ট্রেনিংয়ে যোগ দিতেই শহরে পোগবা। শহরে পৌঁছে ইতিমধ্যেই বাগান মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন জুয়ান ফেরান্দো।
Florentin Pogba is here, ladies and gentleman! 🤩🤩#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/mhVMJ9QOqa
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 31, 2022

২৯ জুলাই অর্থাৎ মোহনবাগান দিবস থেকে সাত সকালে দলবল নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। কলকাতায় উপস্থিত ফুটবলারদের নিয়ে মরশুমের প্রথম প্র্যাকটিসে নেমে পড়ছিলেন বাগান কোচ ফেরান্দো। বিদেশি ফুটবলারদের মধ্যে একমাত্র হুগো বৌমোসই অনুশীলনে যোগ দিয়েছেন। এ বার কলকাতায় এসে পড়লেন ফ্লোরেন্তিনও।
এর আগে ফ্লোরন্তিন খেলেছেন ফরাসি লিগ ওয়ানে সেন্ট এতিয়েনের হয়ে। খেলেছেন ইউরোপা লিগেও। আর এ বার সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
















































































































































