ইডি-র তল্লাশিতে তাল তাল সোনা উদ্ধারের রেশ কাটতে না কাটতে এবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) থেকে উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা (Gold) ও রুপো (Silver)। শনিবার, এগুলি বাজেয়াপ্ত করে শুল্ক দফতর। দুজন যাত্রীর একজনের কাছ থেকে ২৪ ক্যারেটের ৫৩৯.১ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। অন্যজনের থেকে প্রায় ২২৮.৫ গ্রাম রুপোর চেন ও বালা উদ্ধার হয়েছে বলে শুল্ক দফতর সূত্রে খবর। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

অল্প কয়েকদিনের মধ্যে একাধিক সোনা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে প্রশাসনকে। ২৪ জুলাই কলকাতা বিমানবন্দরে একটি বিমানের আসনের নীচ থেকে প্রায় ২০ লক্ষ টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছিল। এদিন ফের প্রায় ৪০ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। কলকাতা বিমানবন্দর কী সোনা পাচারের কোনও নির্দিষ্ট গেটওয়ে হয়ে উঠেছে! এই প্রশ্নই ভাবাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন:মোদির রাজ্য নারী নির্যাতন! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে কুকর্মের অভিযোগে সরব তৃণমূল
















































































































































