আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়ে অভিষেকের অফিসে কুণাল

0
2

অবশেষে শুরু সেই বহু কাঙ্খিত বৈঠক। আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে ক্যামাক স্ট্রিটের দফতরে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ শুরু হয় বৈঠক। তার আগে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের নিয়ে অভিষেকের অফিসে আসেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিষেকের দফতরে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

প্রসঙ্গত, কুনাল ঘোষ জানান, পথপ্রদর্শক হিসাবে অভিষেকের দফতরে চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের পৌঁছে দেওয়ার কাজটুকুই তিনি করেছেন মাত্র। এর বাইরে বৈঠকে কী আলোচনা হবে না হবে সেটা তাঁর পক্ষে এখনই বলা সম্ভব না। চাকরিপ্রার্থীদের সঙ্গে আগেও একবার দেখা করেছিলেন কুনাল ঘোষ। তাঁদের দাবি-দাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে এনেছিলেন। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের অন্যতম সদস্য সহিদুলকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সহিদুল জানিয়েছেন, অভিষেক তাঁদের সমস্ত সমস্যার কথা শুনেছেন। চার মিনিটেরও বেশি কথা হয়েছে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন এদিন ৫০২ দিনে পড়েছে।