ক্ষমতার আসার পর থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। স্থাপিত হয়েছে বহু কলেজ। আগামী দিনে হুগলির শ্রীরামপুরে গড়ে উঠতে চলেছে ইঞ্জিনিয়ারিং কলেজ। বুধবার, উত্তরপাড়ার (Uttarpara) হিন্দমোটরে আধুনিকমানের কোচ তৈরির কারখানার উদ্বোধনের মঞ্চ থেকে এমনই আশার কথা শোনালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শুনেছি শ্রীরামপুরে হুগলি (Hoogli) রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি-র একটি চারতলা বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। ওই বাড়িতেই ইঞ্জিনিয়ারিং কলেজে গড়ে তোলার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন বসেছিলেন উদ্যোগপতি সত্যম রায়চৌধুরী। তাঁদের সংস্থার একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তাঁকে উদ্দেশ্য করে শ্রীরামপুরের ওই বাড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলার ব্যবস্থা করতে বলেন মুখ্যমন্ত্রী।

হিন্দমোটরের জমিতে গড়ে উঠেছে টিটাগড় ওয়াগন্স লিমিটেডের এই কারখানা। এদিন এই কারখানায় তৈরি রেলের কিছু আধুনিক কোচ ও ওয়াগনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের পর সেই মঞ্চ থেকেই এদিন তিনি শ্রীরামপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা!







































































































































