Congo: জাতিসংঘ বিরোধী বিক্ষোভ চরমে, নিহত ২ ভারতীয় জওয়ান

0
2

উত্তর আফ্রিকার(North Africa) দেশ কঙ্গোতে (Congo) রাষ্ট্রপুঞ্জ বিরোধী আন্দোলন ভয়ংকর আকার নিয়েছে। মঙ্গলবার সেখানে প্রতিবাদীদের বিক্ষোভ সামলাতে গিয়ে শহিদ হলেন রাষ্ট্রপুঞ্জের (United Nation) শান্তিরক্ষক দুই ভারতীয় জওয়ান (Indian army)। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar) ।

সূত্রের খবর মঙ্গলবার আফ্রিকার কঙ্গোর গোমা (Goma) শহরে জাতিসংঘ বিরোধী আন্দোলন ও বিক্ষোভ চলছিল। ২৫ জুলাই থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (Democratic republic of Congo) উত্তর পূর্বাঞ্চলে এই আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভ সংঘর্ষে নিহত ৫ জওয়ান,  কমপক্ষে ৫০ জন জখম হয়েছেন বলে জানা যায়। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন ভারতীয় জওয়ান। তাঁরা সেখানে শান্তিরক্ষক হিসেবে কাজ করছিলেন বলে বিএসএফ সূত্রে খবর। দুই জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি তিনি টুইট করে হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন।