অবশেষে স্বস্তি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ আগস্ট মঙ্গলবার ইস্টবেঙ্গল (EastBengal) এবং ইমামি (Emami) গ্রুপের সরকারি চুক্তিপত্র স্বাক্ষরিত হতে চলেছে। এদিন এমনটাই জানান হল বিনিয়োগকারী সংস্থা ইমামির পক্ষ থেকে।

মুল চুক্তিপত্র স্বাক্ষরিত না হলেও, দল গঠনের কাজ বেশ কিছুদিন ধরেই চালু করে দিয়েছেন লাল-হলুদ কর্তরা। ফুটবলারদের পাশাপাশি কোচ নিয়োগও শুরু করে দিয়েছেন ক্লাব কর্তারা। সূত্রের খবর, কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের কোচিংয়ের দায়িত্ব থাকবেন কেরালার সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ। হেড কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে স্টিফেন কনস্টানটাইনকে। জানা যাচ্ছে বিনো জর্জ আইএসএলে স্টিফেন কনস্টানটাইনের সহকারীও হবেন। যদিও সরকারিভাবে এখনও ক্লাবের তরফে দেশি-বিদেশি চুক্তির নিয়োগের কথা জানানো হয়নি।
আরও পড়ুন:বিশ্বরেকর্ড, মাত্র ১৮ বছর ২৮০ দিনে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করে নজির গড়লেন ম্যাকিওন
















































































































































