আবার মেট্রো (Metro Railway) বিভ্রাট! অফিস টাইমে মেট্রোতে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যহত পরিষেবা। মেট্রো সূত্রে খবর আজ বেলা ১২.৪০ থেকে মেট্রো বিঘ্নিত হয়েছে । দমদম-নোয়াপাড়ার (Dumdum- Noapara)মধ্যে সিগন্যালিংয়ের (Signal issue) সমস্যার কারণে এই দুর্ভোগ। ইতিমধ্যেই মেট্রোর অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আর কিছুক্ষণের মধ্যেই পুনরায় স্বাভাবিক পরিষেবা চালু হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর আজ বেলা সাড়ে বারোটার কিছু পরে দমদম থেকে দক্ষিণেশ্বরমুখী (Dakshineswar) লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা যায়। যার কারণে বেশ কিছু মেট্রো দাঁড়িয়ে যায়। প্রাথমিকভাবে মেট্রোর ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান সিগন্যালিংয়ের টাইমিং এর গোলমাল দেখা গেছে। তবে তার জন্য খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় তাই সাময়িক ভাবে দমদম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা বন্ধ করা হলেও দমদম (Dumdum) থেকে কবি সুভাষ (Kavi Subhash) পর্যন্ত মেট্রো স্বাভাবিক রাখার চেষ্টা করেন অফিসারেরা। শেষ পাওয়া খবর অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই দমদম-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে।














































































































































