অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরতে চাইছেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। আগামী বছর থেকে শুরু হবে মহিলাদের আইপিএল (Women’s IPL)। সেই প্রতিযোগিতায় খেলতে চান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

আগামী বছর থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। অবসর ভেঙে এই আইপিএলে ফিরতে চান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সোমবার আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন স্বয়ং মিতালি।
মিতালি বলেছেন, ‘‘আইপিএলে খেলার ইচ্ছে রয়েছে। যার এখনও কয়েক মাস বাকি। কোনও সিদ্ধান্ত নিইনি। তবে আমি খেলতেও পারি।” তিনি আরও বলেছেন, ‘‘অবসর নেওয়ার পর আমার জীবন অনেকটাই মন্থর হয়ে গিয়েছে। এখন আর আগের মতো গোটা দিনের পরিকল্পনা আগে থেকে করতে হয় না। আগামী সপ্তাহে কোথায় থাকব বা কোন সিরিজ খেলব, তা নিয়ে মাথা ঘামাতে হয় না। অবসর নেওয়ার পরেই কোভিড আক্রান্ত হয়েছিলাম। সুস্থ হয়ে ওঠার পর কিছুদিন ছবির প্রচারের কাজে ব্যস্ত ছিলাম।’’ প্রসঙ্গত, এই মাসেই মুক্তি পেয়েছে মিতালির বায়োপিক ‘সাবাস মিঠু’।
আরও পড়ুন:Bengal Cricket: বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা
















































































































































