কলকাতা বিমান বন্দরে (Airport) সিআইএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ, নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে করেন ওই জওয়ান। শুক্রবার, সন্ধেয় বিমানবন্দরের বেসমেন্টের একটি শৌচালয়ে বছর আটত্রিশের ওই যুবকের দেহ উদ্ধার হয়। সন্ধে ৭টা বেজে ৪৫ নাগাদ পুরুষ কর্মীদের শৌচালয় থেকে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। গিয়ে দেখা যায়, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পঙ্কজ কুমার নামে ওই জওয়ান। তাঁর কপালে গুলির ক্ষত ছিল। পাশেই পড়েছিল সার্ভিস পিস্তলটি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এনএসবিসিআই থানার পুলিশ।

CISF সূত্রে খবর, মুঙ্গেরের বাসিন্দা পঙ্কজ ছুটি কাটিয়ে শুক্রবারই কাজে যোগ দিয়েছিলেন। দমদম বিমানবন্দর সূত্রে খবর, তিনি বিমানবন্দরের বেসমেন্ট স্টাফ গেটে কর্মরত ছিলেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:নয়াদিল্লি স্টেশনে যুবতীর সঙ্গে কুকর্মের অভিযোগ রেল কর্মীদের বিরুদ্ধে
















































































































































