পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো হবে? ক্রমশ সম্ভাবনা বাড়ছে। শুক্রবার সারাদিনের ঘটনাক্রম অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর, শনিবার তিনি যদি তিনি গ্রেফতার নাও হন, তবে মন্ত্রিসভা থেকে তাঁকে সরতে হতে পারে। এমনকি দলের মহাসচিব পদ থেকেও তাঁকে সরানোর সুপারিশও প্রবল।

অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ২০কোটি টাকা এবং ২০টি দামি মোবাইল উদ্ধার হয়েছে। কোথা থেকে এল এই নগদ টাকা, মোবাইল বা বিলাসবহুল ফ্ল্যাট? যথাযথ জবাব দিতে না পারলে তিনি গ্রেফতার হতে পারেন। অন্যদিকে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মোনালিসা দাসের নাম উঠে এসেছে। মোনালিসার নামে ১০টি ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ। খুব শীঘ্র তাঁর বাড়িতে ইডি যাবে। দুজনেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে খবর। ফলে ইডি চাইবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জবাব। শিল্পমন্ত্রীর পিংলার স্কুলও ইডির নজরে। গোটা ঘটনায় জনমানসে তৃণমূল কংগ্রেস সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হতে বাধ্য। সেই কারণেই তৃণমূলের একটি মহলের খবর, পার্থ অপসারণ এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন:গৃহশিক্ষক ছাড়াই সিবিএসই দ্বাদশে প্রথম নিউ আলিপুরের তানভি আগরওয়াল
















































































































































