কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের দিশা দেখাবেন নেত্রী, মন্তব্য পার্থর

0
2

বৃষ্টি আর তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান প্রায় সমার্থক হয়ে গিয়েছে। বৃষ্টির মাধ্যমেই আমাদের আশীর্বাদ করেন বরুণ দেব। গত দু’বছর ধরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি দিনটি কবে আসবে, আমরা শহিদ তর্পণ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো। তাঁর কাছ থেকে আগামীদিনের দিক নির্দেশ পাবো।বৃহস্পতিবার একুশের শহিদ স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী ও অগণতান্ত্রিক নীতি রয়েছে তাঁর বিরুদ্ধে একজোট হয়ে কীভাবে লড়াই করতে হবে তার পথ দেখিয়ে দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নবীন-প্রবীণে মিলিয়ে বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে নতুন ভাবে আন্দোলন সংঘটিত করার লক্ষ্যে দিক নির্দেশ করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরদূরান্ত থেকে যে অসংখ্য কর্মী সমর্থকরা এতটা কষ্ট করে এসেছেন, কষ্ট করে শিবিরে কাটিয়ে সভায় এসেছেন, তাঁদের ও একুশের শহিদদের প্রতি আরও একবার শ্রদ্ধা জানাই।