আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হতে চলেছে রাষ্ট্রপতির নাম।কারণ, শেষের পথে ভোটগণনা। টানটান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সংসদের ৬৩ নম্বর হলে ভোটগণনা শুরু হয়।জানা গিয়েছে, প্রথম রাউন্ডে মোট ৭৪৮জন সাংসদের ভোটগণনা করা হয়েছে। সেই ফলাফল অনুযায়ী, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫৪০ সাংসদের ভোট। যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ জন সাংসদের ভোট। ১৫টি ভোট বাতিল হয়েছে।
আজ বিকেল পাঁচটার দিকে ভোটের ফলাফল ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবার সংসদ ভবন সহ দেশের ৩১টি স্থানে এবং রাজ্য বিধানসভাগুলির ৩০টি কেন্দ্রজুড়ে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে ৯৮.৯ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৪ হাজার ৭৯৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৯.১৮ শতাংশ ভোটার। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০০ শতাংশ ভোট পড়েছে।









































































































































