কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিক্রি সব টিকিট

0
2

২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (CWG)। ইতিমধ্যেই এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তরতর করে। বিশেষ করে এই প্রতিযোগিতায় এবার সবার নজর ক্রিকেটে। কারণ চলতি কমনওয়েলথ গেমস থেকেই শুরু হচ্ছে মহিলা ক্রিকেট (Womens Cricket)। আর এই ইভেন্টের সব থেকে বড় ম্যাচ হতে চলেছে আগামী ৩১ জুলাই এজবাস্টনে, যেখানে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। আর ম‍্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। এদিন এমনটাই জানালেন বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড । তিনি বলেন, এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসের ১২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় সব টিকিট।

 

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড বলেন,” ক্রিকেটের তিন-চারটি ম্যাচের প্রায় সব টিকিট শেষ। সেমিফাইনাল, ফাইনাল ছাড়া ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমি নিজেও ক্রিকেটের বড় ভক্ত। ভারত এবং পাকিস্তান এক গ্রুপে থাকায় আরও আগ্রহ তুঙ্গে। ভারতের ছেলেদের দল দারুণ ক্রিকেট খেলে যাওয়ায় উৎসাহ আরও বেড়েছে। কয়েক দিনের মধ্যে অবিক্রিত অল্প টিকিটও বিক্রি হয়ে যাবে।”

ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, এবং এর বেশিরভাগই ক্রিকেট ইভেন্টের জন্য।

আরও পড়ুন:ATK Mohunbagan: সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে বাগানের নতুন বিদেশি দিমিত্রিয়াস