বেন স্টোকস,হঠাৎই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন। এক ইনস্টাগ্রাম পোস্টে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক জানিয়ে দিয়েছেন,মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচই তাঁর জীবনের শেষ এক দিনের আন্তর্জাতিক।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলা স্টোকসের আচমকা অবসরে হতবাক গোটা বিশ্ব।বেন স্টোকস লিখেছেন,মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে নামতে চলেছেন। তার পর এই ফরম্যাট থেকে তিনি অবসর নেবেন। খুব কঠিন সিদ্ধান্ত।তবে ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে রাখবেন। সিদ্ধান্তটা নেওয়া কঠিন হলেও, সতীর্থদের এটা জানিয়ে দিতে চান যে, এই ফরম্যাটে হয়তো এর পর থেকে ১০০ শতাংশ দিতে পারতেন না। ইংল্যান্ডের জার্সিতে কারওর খারাপ খেলার অধিকার নেই।উল্লেখ্য,২০১১ সালের ২৫ অগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল বেন স্টোকস-এর। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২ হাজার ৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন।তার পরেই অবসর নেবেন বেন স্টোকস।
সম্প্রতি ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে খুব একটা ভাল ছন্দে ছিলেন না।তিনটি ম্যাচে মোট ৪৮ রান করেছেন।একটিও উইকেট পাননি। বেন স্টোকসকে দেখেই বোঝা যাচ্ছিল তিন ফরম্যাটে খেলার ধকল নিতে পারছেন না।সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ,দ্য হানড্রেড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।আগামী বছর ভারতে এক দিনের বিশ্বকাপে পাওয়া যাবে না গত বিশ্বকাপের নায়ক বেন স্টোকসকেই।










































































































































