দেশের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Elections 2022) ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের সাংসদ, বিধায়করা। সোমবার সংসদ ভবন ও রাজ্যগুলির বিধানসভা ভবনে ভোটগ্রহণ শুরু হয় সকাল দশটায়। শেষ হল বিকেল পাঁচটায়। এবারের লড়াই ছিল মূলত এনডিএর প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার। রাষ্ট্রপতি নির্বাচন সর্বত্র শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মুখ্য রিটার্নিং অফিসার পিসি মোদি। মোট ভোট পড়েছে ৯৯.১৮ শতাংশ।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের অনুমোদিত ৭৩৬ জন নির্বাচকের মধ্যে, ৭৩০ জন ভোট দিয়েছেন। এদিন হুইল চেয়ারে চেপে ভোট দিতে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদব। সংসদে এসে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে পিপিই কিট পরে ভোট দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং। দুজনেই কোভিড-১৯ আক্রান্ত। নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে পাঁচ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে। ২১ জুলাই ফল ঘোষণা। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
আরও পড়ুন- আর্ট অফ লিভিং: সন্ন্যাসীর গান, গুরুজির জন্য “রাত কলি” গাইলেন শিষ্য










































































































































