নজরে ২১ জুলাইয়ের প্রস্তুতি: বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে থাকছে না তৃণমূল

0
2

ঐতিহাসিক সমাবেশের প্রস্তুতি। বাংলাজুড়েই চলছে প্রস্তুতি সভা-বৈঠক। সেই কারণে, সংসদে বাদল অধিবেশনের আগে স্পিকারের (Speaker) ডাকা সর্বদল বৈঠকে থাকছে না তৃণমূল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিয়ে জানালেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তৃণমূলের তরফে জানানো হয়েছে ‘‘২১ জুলাইয়ের প্রস্তুতির কারণে রাজ্যে ব্যস্ত থাকবেন সাংসদরা’’।

সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার। রবিবার, সকাল ১১টায় সর্বদল বৈঠকে থাকতে পারেন প্রধানমন্ত্রীও। তবে, সেখানেও উপস্থিত থাকবে না তৃণমূল। লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ আগস্ট পর্যন্ত। এবারের অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি (সংশোধনী) বিল এবং দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন) বিল-সহ ২৪ টি বিল পেশ করতে পারে। এদিকে, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সেন্সরশিপ নিয়ে সরব হতে পারে বিরোধীরা। সব মিলিয়ে বাদল অধিবেশনে ফের অধিবেশন সরগরম হওয়া সম্ভাবনা।