লাদাখ (Ladakh) সমস্যা সমাধানে এবার শান্তির বার্তা দিলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। ভারত (India)এবং চিনের (China) মধ্যে সুসম্পর্ক তৈরি করতে এবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেন তিব্বতি ধর্মগুরু ।
প্রসঙ্গত, লাদাখ নিয়ে ভারত এবং চিনের মধ্যে সমস্যা কিছুতেই মিটছে না। চিনের আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ করেছে ভারত। সাম্প্রতিক কালে দুই দেশের সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। এবার দেশকে কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ ধর্মগুরুর। উল্লেখ্য কিছুদিন আগেই দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বিষয়টি ভালোভাবে নেয় নি চিন। এবার একমাসের জন্য লাদাখ সফরে যাবেন দলাই লামা। সেই সফর শুরুর আগেই তাঁর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। লাদাখ (Ladakh Issue) সীমান্তে সেনা মোতায়েন করেছে দুই দেশই। সমস্যা মেটানোর জন্য বারবার বৈঠক করলেও সমাধানসূত্র মেলেনি। এহেন পরিস্থিতিতে নোবেল জয়ী ধর্মগুরু যা বলেছেন তা কি আদৌ মনে ধরবে বেজিং এর? তাঁর লাদাখ সফর নিয়ে চিনের আপত্তির কথা প্রসঙ্গে দলাই লামা বলেছেন, “এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু চিনের সাধারণ মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ তোলে না। বরং তিব্বতি বৌদ্ধ সংস্কৃতি নিয়ে অনেকেই উৎসাহী।” দলাই লামাকে শুভেচ্ছা জ্ঞাপন করায় চীনের সমালোচনার মুখে পড়ে ভারত। যদিও এই বিষয়ে চিনকে পাত্তা দেয়নি নয়া দিল্লি। এখন প্রবীণ তিব্বতি ধর্মগুরুর মন্তব্যের প্রেক্ষিতে দুই দেশের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।















































































































































