টেটের বাড়তি নম্বরকে নিউটনের আপেলের সঙ্গে তুলনা করলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।ভুল প্রশ্নের জন্য ‘টেট’ বা প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা যাচাই পরীক্ষায় মাত্র কয়েক জন প্রার্থীকে বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল। কেন এবং কী ভাবে শুধু কয়েক জন প্রার্থীকেই ওই এক নম্বর দেওয়া হয়েছিল, তা পুরোপুরি এখনও স্পষ্ট হয়নি। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই প্রসঙ্গ ওঠে। ওই বেঞ্চের পর্যবেক্ষণ, ওই এক নম্বর দেওয়ার বিষয়টি অনেকটা নিউটনের আপেলের মতো!
আরও পড়ুনঃ Black Fever: করোনা উদ্বেগের মাঝেই রাজ্যে বাড়ছে কালাজ্বরের আতঙ্ক
আইজ়্যাক নিউটন যখন গাছতলায় বসে ছিলেন, সেই সময় আচমকা একটি আপেল তাঁর সামনে এসে পড়ে। সেই সূত্র থেকেই তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন।
কোর্টের পর্যবেক্ষণ, ২৬৯ জন টেট প্রার্থীকে এক নম্বর পাইয়ে দেওয়ার বিষয়টিও তেমনই। এরই পাশাপাশি, ওই বিচারপতিরা জানতে চেয়েছেন, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের গতিপ্রকৃতি কী? ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে লিখিত তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। কী কী নথি ও বয়ান তারা পেয়েছে, সেগুলিও রিপোর্টের সঙ্গে জুড়ে দিতে বলা হয়েছে।










































































































































