মোবাইলে বন্দি পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, রাস্তার দোকানে মোমো তৈরি: দার্জিলিঙে নানা মুডে মুখ্যমন্ত্রী

0
3

পাহাড়ে গিয়ে পথে ঘুরে জনসংযোগ পছন্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চারদিনের পাহাড় সফরেও তার ব্যাতিক্রম হল না। মঙ্গলবার ফুচকা বানিয়ে খাইয়েছেন কচিকাঁচাদের। বুধবার, শিশুদের কোলে তুলে হাতে তুলে হাতে দিয়েছেন চকোলেট। বৃহস্পতিবার, দার্জিলিঙের (Darjeeling) পাহাড়ি পথে ফের অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। পথের ধেরর দোকানে বানালেন মোমো (Momo)।

এদিন সকালে সিংমারির দিকে হাঁটেন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটেন তিনি। নিজের মোবাইল ফোনে বন্দি করে পাহাড়ের নৈসর্গিক সৌন্দয্য। আচমকা রাস্তার ধারের একটি মোমোর দোকানে ঢুকে পড়েন মমতা। সেখানে মোমো বানাতে বসে যান। নিজের হাতে বানান বেশ কয়েকটি মোমো।

দার্জিলিঙে পথে ধারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে একটি গাছ কেনেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতা ফিরছেন তিনি।

গত কয়েক দিনে পাহাড় সফরে বারবার অন্য মেজাজে ধরা দিয়েছেন মমতা। তবে এই প্রথম নয়, এর আগেও এমন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা। পাহাড়ে এর আগেও মোমো বানাতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁকে এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া ক্ষমতাই তাঁকে বাংলার মেয়ে হিসেবে আমজনতার আপন করেছে।