এইমসে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই বিজেপি বিধায়কের কুৎসিত মন্তব্য, কুণালের কটাক্ষ: “যাঁর যেমন রুচি”

0
2

রাজ্যে কুকথার রেকর্ড করতে পারেন বিজেপি (BJP) নেতৃত্ব। ছোট, বড়, মেজো-সব নেতার মুখেই কুৎসিত ছাপার অযোগ্য ভাষা। সেই ভাষা তাঁরা রীতিমতো প্রকাশ্যে জনসভায় বলে থাকেন। তাতেই যুক্ত হল বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার (Niladri Shekhar Dana) নাম। কল্যাণী (Kalyani) এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মেয়ের নাম জড়ানোর পরেই কদর্য মন্তব্য। অগণতান্ত্রিক, কুৎসিত ভাষা প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকি দিলেন বাঁকুড়ার (Bakura) বিধায়ক।

বুধবার, বাঁকুড়ার রাস্তায় মাইক হাতে নিয়ে ছাপার অযোগ্য ভাষা প্রয়োগ করেন নীলাদ্রিশেখর। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে সিআইডি। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। আর তাতেই রেগে অগ্নিশর্মা বিজেপি বিধায়ক বাক সংযত হারালেন।
নীলাদ্রিশেখর দানার মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যাঁর যেমন রুচি। সামান্য দায়িত্ব পেয়েই দুর্নীতি শুরু করেছে। তা নিয়ে প্রতিবাদ করলেই কুরুচিকর ভাষার প্রয়োগ। মানুষ এর বিচার করবেন। তৃণমূলের বাঁকুড়ার জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘‘এই ধরনের মন্তব্য করে নিজেদের দলের সংস্কৃতির পরিচয় দিয়েছেন বিজেপি বিধায়ক। শৃঙ্খলার অভাবেই দলটির এই শোচনীয় পরিণতি। ’’

আরও পড়ুন- পুলিশের দেওয়া নোটিশ বারবার এড়িয়ে যাচ্ছেন, হাইকোর্টে শুভেন্দুর রক্ষাকবচ বাতিলের আর্জি