শান্তিনিকেতনে বসে শ্রীলঙ্কার আত্মীয়দের জন্য মন খারাপ চাঁদনির

0
2

বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন বিভাগে শিক্ষা নিতে এসে শান্তিনিকেতনকে (Shantiniketan) আপন করে নিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যেই রয়েছেন চাঁদনি কস্তুরি আরচি। তবে, এখন মন ভালো নেই তাঁর। কারণ, আদতে তিনি শ্রীলঙ্কার (Shrilanka) বাসিন্দা। দেশের এই টালমাটাল পরিস্থিতিতে আত্মীয়দের জন্য শান্তিনিকেতনের অ্যাণ্ড্রুজপল্লিতে দুশ্চিন্তায় রয়েছেন চাঁদনি কস্তুরি আরচি (Chandni Kasturi Archi)।

শ্রীলঙ্কার কালুতারা জেলার হরানা শহরে জন্ম চাঁদনির। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে কথাকলি নৃত্য নিয়ে পড়তে আসেন তিনি৷ তারপর এখানেই বিয়ে করে থেকে যান। ২০১৯-এ শেষবার শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। ছেলে লাহিরু সাতসরের জন্মও কলম্বোতেই৷ বর্তমানে শান্তিনিকেতনের অ্যান্ড্রুজপল্লিতে থাকলেও মন পড়ে রয়েছে স্বদেশে থাকা বিপন্ন আত্মীয়স্বজনদের কাছে।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের সরকারই দায়ী করেন চাঁদনি। জানান, তাঁর দিদি কলম্বোতে থাকেন। পেট্রোল কিনতে গেলে গাড়ি রেখে সারা রাত অপেক্ষা করতে হচ্ছে। চাঁদনির পুত্র লাহিরু জানান, দুধ পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কায়। বর্তমানে শ্রীলঙ্কায় মানুষজনের হাতে টাকা থাকলেও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না ৷ জ্বালানি, খাদ্যদ্রব্যের দাম কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ দেশের এই পরিস্থিতির জন্য সরকারের ভুল সিদ্ধান্ত ও ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তিনি। বলেন, “পরিবারের সবার সঙ্গেই কথা হয়৷ খুবই চিন্তায় আছি। দেশের এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী৷ টাকা থাকলেও জিনিস কিনতে পারছে না কেউ ৷ ফুয়েলের এত দাম, কেউ কোথাও যেতে পারছে না ৷ দেশের জনগণ যদি আরও আগে সজাগ হত, ভালো হত । পরিস্থিতি স্বাভাবিক হোক এটাই চাইছি ।” সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এমনটা হত না -মত তাঁদের।