আসন্ন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) জন্য ভারতীয় মহিলা ক্রিকেট (India Women Team) দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্মৃতি মান্ধানা। বার্মিংহামে ২৮ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত হবে কমনওয়েলথ গেমস। মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ড বাই হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে রিচা ঘোষকে।
কমনওয়েলথ গেমসে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান। গ্রুপ‘বি’ তে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২৯ জুলাই প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের মুখোমুখি অস্ট্রেলিয়া। ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে বার্বাডোসের সঙ্গে খেলতে নামবে ভারত।
একনজরে কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, এস মেঘনা, তানিয়া স্বপ্না ভাটিয়া (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া ( উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমিমা রড্রিগস, রাধা যাদব, হারলিন দেওল, স্নেহ রানা।
স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে থাকছেন রিচা ঘোষ, সিমরণ দিল বাহাদুর, পুনাম যাদব।
🚨 NEWS 🚨: #TeamIndia (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced. #B2022 | @birminghamcg22 pic.twitter.com/lprQenpFJv
— BCCI Women (@BCCIWomen) July 11, 2022
আরও পড়ুন:মঙ্গলবারের ম্যাচে অনিশ্চিত বিরাট, একদিনের সিরিজ জেতাই লক্ষ্য রোহিতের