বিরাট কোহলির (Virat Kohli) ভারতীয় দলে (India Team) থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব (Kapil Dev)। ধারাবাহিক ব্যর্থতার পরেও কেন কোহলিকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে, সেই নিয়ে প্রশ্ন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়ে বিরাটের পাশে দাঁড়িয়ে কপিল দেবের মন্তব্যকে একহাত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর এবার বিরাটকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের আরও দুই প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ ( Venkatesh Prasad) এবং বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম্যাচে ব্যর্থ হওয়ার পর, বিরাট প্রসঙ্গে মুখ খুললেন তাঁরা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় প্রসাদ লেখেন,” তুমি যখন ছন্দে থাকবে না, তখন তোমার দলের বাইরে থাকাই উচিত। সে তুমি যেই হও। সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং সকলকেই খারাপ ছন্দের জন্য বাদ যেতে হয়েছে। ওরা সকলেই ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়েছিল। সেখানে ভাল খেলে আবার দলে ফিরেছিল। এখন কি সব বদলে গিয়েছে? বিশ্রাম নিয়ে কে কবে ছন্দে ফিরেছে? শুধু নামের সুবাদে কেন কেউ খেলেই যাবে। ভাল কিছুর জন্য তো কিছু করে দেখাতে হবে।”
প্রসাদের পাশাপাশি একই কথা বলতে শোনা যায় ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সেহবাগের গলাও। তিনি সূর্যকুমার যাদবের দুরন্ত শতরানকে ইঙ্গিত করে টুইটারে লেখেন, “ভারতের অনেক ব্যাটার রয়েছে, যারা যথেষ্ট ভাল ছন্দে রয়েছে। কিন্তু, দুর্ভাগ্যজনক ভাবে তাদের অনেককেই বসে থাকতে হচ্ছে। বর্তমান ছন্দের বিচারে সেরা ১১জন ক্রিকেটারেরই খেলা উচিত আন্তর্জাতিক ম্যাচে।”
আরও পড়ুন:গুজরাতে ভুয়ো আইপিএল, গ্রেফতার চার

















































































































































