ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ জুলাই ইডি দফতরে সোনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে।এই মামলাতেই গত ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দেননি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময়েও ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি।
আরও পড়ুন- সহকারী রেজিস্ট্রারের অভিযোগে তোলপাড় শিবপুরের আইআইইএসটি
হাজিরার সময় কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দফতরে চিঠি পাঠিয়েছিলেন সোনিয়া। ইডি-কে তিনি জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর শরীর অসুস্থ এবং ফুসফুসেও সংক্রমণ দেখা দিয়েছে। তাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ইডি দফতরে হাজিরা দিতে সময় লাগবে। শেষপর্যন্ত ২১ জুলাই আবার তাঁকে ডাকা হয়েছে।










































































































































