খুন হননি আনিস খান, আদালতে চার্জশিট পেশ সিটের

0
4

খুন হননি আনিস খান। ছাদ থেকে পড়ে গিয়েই মৃত্যু হয় আমতার ছাত্রনেতার। সোমবার আদালতে এই মর্মে চার্জশিট জমা দিল সিট। চার্জশিটের স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে,  উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে আনিস খানের। তাকে খুন করা হয়নি।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক


সোমবার উলুবেড়িয়া আদালতে আনিস খানের চার্জশিট পেশ করে পুলিশের বিশেষ তদন্তকারী দল। তবে আনিস কাণ্ডের চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের। চার্জশিটে আমতা থানার তৎকালীন ওসির নামও রয়েছে। তবে আনিসের পরিবারের দাবি খারিজ করে চার্জশিটে বলা হয়েছে, আনিস খানকে হত্যা করা হয়নি।


চার্জশিটে এও বলা হয়েছে, কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে বিতর্কিত পোস্টের পরেই আনিসের বাড়িতে হানা দেয় পুলিশ। যদিও প্রক্রিয়া মেনে আনিসের বাড়িতে হানা দেয়নি পুলিশ। তবে পুলিশের হানার পরেই উপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল আনিসের।সিটের চার্জশিট অনুযায়ী মোট ৯জন পুলিশ কর্মী সেদিন আনিসের বাড়িতে গিয়েছিলেন। নানা তথ্য প্রমাণের ভিত্তিতে এমনটাই জানিয়েছে স্পেশাল ইনভেসটিগেশন টিম।

চলতি বছরের আঠেরোই ফেব্রুয়ারি রাতে, নিজের বাড়িতেই ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার।যদিও আদালত আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে সিটের গতিপ্রকৃতি দেখে সিবিআই তদন্তের দাবি খারিজ করে।