Dengue: রাজ্যে ডেঙ্গু রোধে একাধিক সতর্কতা জারি নবান্নের

0
2

রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনার দাপট। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে রাজ্যে শুরু হয়েছে বর্ষা। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। আজ ডেঙ্গু প্রতিরোধে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিনের বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে একাধিক নির্দেশিকা জারি করা হয়।

কী সেই নির্দেশিকা…

বৃষ্টির জেরে কোথাও জল জমছে কিনা, সেদিকে নজর রাখতে হবে।

যদি জল জমে থাকে তবে তা অবিলম্বে সরানোর বন্দোবস্ত করতে হবে।

মশা (Mosquito) যাতে জন্মাতে না পারে সেক্ষেত্রে পথেঘাটে ব্লিচিং পাউডার-সহ অন্যান্য মশানাশক রাসায়নিক ছড়ানোর বন্দোবস্ত করতে হবে।

মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় ডেঙ্গু সংক্রমণ বেশি, তাই এই দুই জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

জেলার যে সমস্ত এলাকায় ডেঙ্গু বা ম্যালেরিয়ার কথা শোনা যাচ্ছে সেখানে নিয়মিত গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে জেলাশাসকদের।

সেচ দপ্তরের যে নালা রয়েছে, সেখানে যাতে জলপ্রবাহে অসুবিধা না হয়, জল জমে না থাকে সেদিকেও নজর রাখতে হবে।

নর্দমা নিয়মিত পরিষ্কার করতে হবে।

সাধারণ মানুষের সতর্কতা বাড়াতে পুরকর্মীদের বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে প্রচার করতে হবে।

করোনা কাটিয়ে ফের চালু হয়েছে স্কুলে পঠন-পাঠন। তাই স্কুলে যাতে কোনওরকম জল জমতে না পারে, সেদিকে শিক্ষাদফতরকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- শিনজো আবের মৃত্যুকে সমর্থন চিনের! বেজিংয়ের যুক্তিতে বিতর্ক