পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মমতার

0
5

জ্যোতি বসুর (Jyoti Basu) ১০৯ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে প্রয়াত ওই রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানালেন তিনি।

আরও পড়ুনঃ Telengana: বৃষ্টির জমে জলে অর্ধেক ডুবল স্কুল বাস, ভয়াবহ দৃশ্য তেলেঙ্গানায়

দু’জনের রাজনৈতিক মতাদর্শ একেবারে পৃথক হলেও বেঁচে থাকাকালীন জ্যোতি বসুকে সম্মান ও শ্রদ্ধা করতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাম নেতা তথা রাজ্যের (West Bengal) প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাঁকে স্মরণ করে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য”। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জ্যোতি বসু। ২৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি।