থেমে গেল শিনজো আবেরের হৃদস্পন্দন! জাতীয় শোক ঘোষণা শোকার্ত মোদির

0
4

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন শিনজো। নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শিনজো আবেরের প্রতি শোকপ্রকাশ করে টুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে শনিবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করলেন তিনি।


আরও পড়ুন:বর্ধমানে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪

টুইটে মোদি আরও লেখেন, ‘আমার অত্যন্ত কাছের বন্ধুর শিনজো আবেরের মৃত্যুতে আমি স্তম্ভিত ও দুঃখিত। উনি একজন অসাধারণ বিশ্বনেতা এবং দক্ষ প্রশাসক ছিলেন।উনি নিজের গোটা জীবনটাই জাপান ও বিশ্বকে আরও ভালো কাজ করার জন্য অর্পণ করেছিলেন।’

প্রসঙ্গত, জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন শিনজো। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ এক কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।