এবার নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন ত্রিপুরায় চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকা। এই মর্মে ইতিমধ্যেই চাকুরিচ্যুত শিক্ষকদের এক প্রতিনিধি দল আগরতলার আখাউড়া রোডে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার জে রেড্ডির হস্তক্ষেপ দাবি করেছে।
চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের এক প্রতিনিধি প্রবল ক্ষোভের সঙ্গে বলেন, সম্প্রতি ত্রিপুরা উপনির্বাচনের পর থেকে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চলছে। বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। এমনকী, শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা প্রাণঘাতি হামলাও চালিয়েছে বলে অভিযোগ উঠছে। এসপি’র কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন ছাঁটাই হওয়া শিক্ষকদের প্রতিনিধি দল।

ক্ষুব্ধ শিক্ষকদের অভিযোগ, পশ্চিম ত্রিপুরা জেলার রামনগর, গাঙ্গাইল, অরূন্ধতি নগর এবং সুরজাপাড়া এলাকায় বেশির ভাগ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন- Rail: যাত্রী নিরাপত্তায় বাংলার ২২৩ টি স্টেশনে সিসিটিভি নজরদারি চালাবে রেল






































































































































