Icc Test Ranking: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ বিরাট পতন, প্রথম দশের বাইরে কোহলি, পঞ্চম স্থানে পন্থ

0
8

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের ( ICC Test Ranking) বিরাট পতন। ২,৫০৩ দিন পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবার প্রথম দশের বাইরে চলে গেলেন ভারতীয় (India) ব‍্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। চার ধাপ নেমে ১৩ তম স্থানে চলে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তবে এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে টেস্ট র‍্যাঙ্কিং-এর প্রথম পাঁচে ঢুকে পড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেই তালিকায় দেখা গেল প্রথম ১০ জনের মধ‍্যে নেই বিরাট কোহলি। সম্প্রতি পারফরম্যান্সের কারণে র‍্যাঙ্কিং-এ পতন কোহলির। ৭১৪ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে তিনি। ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন জো রুট। ৯২৩ রেটিং নিয়ে মগডালে বসে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। রুটের পর দ্বিতীয় স্থানে রয়েছেন মার্নাস ল‍্যাবুশেন। ৮৭৯ পয়েন্ট তাঁর। তৃতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। ৮২৬ পয়েন্ট তাঁর। চতুর্থ স্থানে আছেন বাবর আজম। তাঁর পয়েন্ট ৮১৫। পঞ্চম স্থানে ৮০১ পয়েন্ট নিয়ে আছেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন রয়েছেন ষষ্ঠ স্থানে। রোহিত শর্মা এক ধাপ নেমে রয়েছেন নয় নম্বরে।

আইসিসি টেস্ট বোলিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন প‍্যাট কামিন্স। দ্বিতীয় এবং তৃতীয় স্থানি রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন এবং যশপ্রীত বুমরাহ।

এদিকে টেস্ট অলরাউন্ডারদের মধ‍্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন।

আরও পড়ুন:Novak Djokovic: দুরন্ত লড়াই করে উইম্বলডনের সেমিফাইনালে জোকোভিচ