মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনের সাত দিনের পুলিশ হেফাজত

0
2

মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া সন্দেহভাজনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল।    এই প্রথম নয়, এর আগে নবান্নেও ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল।সে সময় পুলিশ গ্রেফতারও করেছিল তাকে। পরে তার বাবা গিয়ে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন তাকে। তাতেও লাভ হয়নি। শনিবার রাতে কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আচমকাই সে ঢুকে পড়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে। সোমবার আলিপুর আদালত ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজত দিয়েছে।

আরও পড়ুন- Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বসিরহাটের হাসনাবাদ থানার না আশারিয়া নারানপুর গ্রামের বাসিন্দা বছর ৩০ এর হাফিজুল মোল্লা। পেশায় গাড়ি চালক। তার চার বছরের একটি মেয়েও রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে গাড়ি চালাতে কলকাতায় গিয়েছিল হাফিজুল। শনিবার রাতে শেষবার তার সঙ্গে কথা হয় পরিবারের । রবিবার তার ফোন বন্ধ ছিল। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা রয়েছে হাফিজুলের। চলছে চিকিৎসা। ওষুধও খায় সে। তাদের কাছে কোনও খবর ছিল না এই বিষয়ে। সোমবার সকালে সংবাদ মাধ্যম মারফত খবর পান তাঁরা। কিন্তু প্রশ্ন উঠছে মানসিক সমস্যা থাকলে গাড়ি চালায় কী করে অভিযুক্ত হাফিজুল?