সবেমাত্র মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। এখনও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পাননি । তার আগেই দল বিরোধী কাজের জন্য শিবসেনা থেকে বহিষ্কৃত করা হলো একনাথ শিন্ডেকে।

শিবসেনার সমস্ত পদ থেকে একনাথ শিণ্ডেকে বহিষ্কার করলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে। বিধানসভায় আস্থা ভোটের আগেই এই বহিষ্কার ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। শিণ্ডে ঘনিষ্ঠ বিধায়কদের বক্তব্য, শিবসেনায় উদ্ধব নিজেই সংখ্যালঘু। সেই কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নেই। যদিও এই যুক্তি মানতে নারাজ উদ্ধব শিবির।
মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উদ্ধব লিখেছেন, ‘সম্প্রতি আপনাকে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে দেখা গিয়েছে। শিবসেনার সদস্যপদও ছেড়ে দিয়েছেন আপনি। দলবিরোধী কাজের জন্যেই আপনাকে শিবসেনার সমস্ত পদ থেকে বহিষ্কার করা হল।’ এদিকে আজই শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে গোয়া থেকে মুম্বই ফিরছেন শিণ্ডে। আরও ১৪ জন বিধায়ক শিণ্ডে শিবিরে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:উদয়পুর কাণ্ডে মুম্বই-হামলা যোগ ! ব্যবহৃত বাইকের নম্বর প্লেট 26/11


















































































































































