করোনা আবহে দু’বছর পর ধুমধাম করে রথে চেপে মাসির বাড়িতে গেলেন কোচবিহারের কুলদেবতা মদনমোহন। এবার রথের দড়িতে টান দিতে পেরে খুশি দর্শনার্থীরা।

শুক্রবার কোচবিহারের মদনমোহন মন্দির থেকে বিকেলে রওনা দিল রথ। মদনমোহন ঠাকুর আজ যাবেন মাসিবাড়ি গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরে। সাতদিন মাসিবাড়িতে থাকবেন মদনমোহন। আজ সকাল থেকে রথ উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরের কাঠামিয়া মন্দিরে হয়েছে বিশেষ পূজো। লুচি পঞ্চব্যাঞ্জন দিয়ে ভোগ দেওয়া হয়েছে মদনমোহন ঠাকুরকে। জানা গেছে দুইবছর করোনা পরিস্থিতিতে ট্রাকে রথের আদলে ট্যাবলোতেই চেপে মদনমোহন ঠাকুরকে নিয়ে রওনা হতে হয়েছিল। এবারই দুইবছর পরে টান পড়ল রথের দড়িতে। রথ প্রসঙ্গে রাজপুরোহিত হীরেন্দ্র নাথ ভট্টাচার্য জানান, রাজআমলের নিয়ম মেনে রথে আজ সকাল থেকে ভক্তরা ভিড় করেছেন৷ জানা গেছে মহারাজা নৃপেন্দ্রনারায়ন ভূপ বাহাদুর ১৮৮৯ সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে মদনমোহন ঠাকুরের রথ উৎসব পালিত হচ্ছে৷
আরও পড়ুন- মণিপুরের ধসের জেরে রাজ্যের ৪ বাসিন্দা সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬,চলছে উদ্ধারকাজ







































































































































