মণিপুরে ধসে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার গভীর রাতে মণিপুরের টুপুলে নির্মীয়মাণ রেল স্টেশনের কাছে ব্যাপক ধস নামে। সেখানেই কাজ করছিলেন ভারতীয় সেনা বাহিনীর ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের টেরিটোরিয়াল আর্মির সদস্যরা। ধসের জেরে আটকে পড়েন বেশ কয়েকজন জওয়ান। শুক্রবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।এখনও পর্যন্ত ধসে মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে গ্রামবাসী, জওয়ান ও শ্রমিকরা রয়েছেন।


আরও পড়ুন:দুর্ঘটনাগ্রস্ত শুভেন্দুর কনভয়, সুরক্ষিত বিরোধী দলনেতার গাড়ি

যাঁদের দেহ এখনও অবধি উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে চারজন এরাজ্যের বাসিন্দাও রয়েছেন। দার্জিলিংয়ের চার বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতদের নাম দিবাকর রাণা, লাদুপ লামা, মিলন তামাং এবং ভূপেন রাই। বাংলার যাঁরা মারা গিয়েছেন, তাঁদের দেহ আনার ব্যাপারে রাজ্য প্রশাসন মণিপুর সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।



সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “ভারতীয় সেনাবাহিনীর অসম রাইফেলস ও টেরিটোরিয়াল আর্মির বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ বিঘ্নিত হলেও টুরপুল রেলুয়া স্টেশনের কাছে দিনভরই ঊদ্ধারকাজ চালানো হচ্ছে। ভারতীয় রেলওয়ে, এনডিআরএফ, এসডিআরএসও, উদ্ধারকাজে সাহায্য করছে।”





































































































































