মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরই রাতারাতি বদলে গিয়েছে একনাথ শিন্ডের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবি। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রয়াত বালাসাহেবের পুত্র উদ্ধব ঠাকরের হাত থেকে আরও অনেক কিছু ছিনিয়ে নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই রাজনীতির লড়াইয়ের ময়দানে নেমেছেন শিন্ডে।এমন কী রয়েছে রয়েছে তার প্রোফাইল ছবিতে?


আরও পড়ুন:মুখ্যমন্ত্রী হতে না পেরে অভিমানে ফুঁসছেন ফড়ণবীশ, দাবি শরদ পাওয়ারের

একনাথ শিন্ডের টুইটার হ্যান্ডলের ‘প্রোফাইল’ ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু মুড়ে বসে বালাসাহেব ঠাকরের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।দৃষ্টি বাবাসাহেবের দিকেই। তাঁরই হাতের উপর রয়েছে হাত।চোখে মুখে যেন মুগ্ধতার ছবি। আর এই ছবি যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক মহল।



প্রসঙ্গত, প্রথম থেকেই শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতার আচরণে এইহেন বার্তা লক্ষ্য করা গিয়েছিল। সুরাত, গুয়াহাটি, পানাজিতে একাধিকবার নিজেদের ‘আসল শিবসেনা’ বলে দাবি করেছিলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মহারাষ্ট্রের সচিবালয় দখলের পর এ বার তাঁর ‘নজর’, শিবসেনার পতাকায়। ‘মরাঠা মানুষের’ স্লোগানে।তাই শিন্ডের প্রোফাইল ছবিতে বদল ।





































































































































