ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধরকড় (Jagdeep Dhankar)। উপযাজক হয়ে তিনি রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করলেন। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter) রাজ্যপাল জানান, রবীন্দ্রভারতীর নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে (Mahua Mukharjee) উপাচার্য হিসেবে নিয়োগ করছেন তিনি। আচার্য হিসেবে তিনি উপাচার্য নিয়োগ করলেন বলেও টুইটে জানান ধনকড়। অথচ ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ আর সেই অনুযায়ী, রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷
WB Guv Shri Jagdeep Dhankhar as Chancellor has appointed Dr. Mahua Mukherjee, Professor, Dept. of Dance, Rabindra Bharati University, as Vice Chancellor Rabindra Bharati University in terms of section 9(1)(b) of the Rabindra Bharati Act, 1981. pic.twitter.com/l17iY7svnd
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 30, 2022
জগদীপ ধনকড়ের এই কাজের তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভর্ৎসনা করে বলেন, অনৈতিক কাজ করছেন ধনকড়। রাজ্যপালের পদে থেকে রাজভবনকে বিজেপির আস্তানা করে দিয়েছেন। তৃণমূল প্রতিনিধি দল যাওয়ার পরে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে চলেছেন ধনকড়। বিজেপি নেতাদের কথায় অতি সক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল। বঙ্গ বিজেপির অভিভাবকের কাজ করছেন- তোপ কুণালের।
তোপ দেগে কুণাল বলেন, পায়ে পা দিয়ে ঝগড়া করছেন রাজ্যপাল। ফের এদিন যৌথ সাংবাদিক বৈঠকের দাবি জানান তিনি। পশ্চিমবঙ্গ জাতীয় ও আন্তর্জাতিকস্তরে অনেক স্বীকৃতি পায়, তখন গর্ব করে টুইট করেন না রাজ্যপাল- কটাক্ষ কুণালের।
বিজেপি নেতারা একটি নির্বাচিত সরকারকে প্রকাশ্যে মহারাষ্ট্র মডেল বানানোর কথা বলছেন। এটা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক, অগণতান্ত্রিক মন্তব্য। কিন্তু রাজ্যপালের চোখে পড়ছে না। তৃণমূল মুখপাত্রর মতে, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এখন পিছনের দরজা দিয়ে বাংলাকে সমস্যায় ফেলতে চাইছে বিজেপি। চক্রান্ত হচ্ছে। ধর্মীয় আবেগে খোঁচা দেওয়ার কাজ করছে বিজেপি। আর তাকে রাজ্যপাল সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন কুণাল।