বইয়ের পাতা থেকে বাস্তবে উঠে এল মহামূল্যবান ‘জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা’ (‘Jahangir’s gold coin’)। মানিকবাবুর গল্পে ফেলুদা এই স্বর্ণমুদ্রা খুঁজতে উদ্যত হয়েছিলেন ঠিকই , তবে এবার কেন্দ্র সরকার সন্ধান করতে চলেছে এই স্বর্ণমুদ্রার (Gold Coin)। গত প্রায় চার দশক আগে এর সন্ধান করেছিল ভারত সরকার (Government of India)কিন্তু সাফল্য আসেনি। ফের নতুন করে শুরু।

সম্প্রতি সামনে এসেছে ‘জাহাঙ্গিরের স্বর্ণমুদ্রা’ নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য। হায়দরাবাদের (Hyderabad) নিজামের (Nizam) কোষাগারে মিলেছে ঐতিহাসিক এই স্বর্ণমুদ্রার খোঁজ। ইতিহাসের দিক থেকে বিচার করলে এই স্বর্ণমুদ্রাটি অমূল্য। মুঘল সম্রাট জাহাঙ্গিরের শাসনকালে এটি তৈরি করা হয়েছিল। ১৯৮৭ সালে এর মূল্য নির্ধারিত হয়েছিল ১৬ মিলিয়ন মার্কিন ডলার। সেই একটি স্বর্ণমুদ্রার (Gold coin)ওজন প্রায় ১২ কেজি! আজও অধরা ঐতিহাসিক অতিকায় স্বর্ণমুদ্রা। সিবিআইয়ের (CBI) প্রাক্তন যুগ্ম ডিরেক্টর শান্তনু সেন তাঁর বইয়ে এই ঘটনার কথা উল্লেখ করে জানিয়েছেন, জাহাঙ্গির তাঁর আমলে এরকম দুটি স্বর্ণমুদ্রা নির্মাণ করিয়েছিলেন। যার একটি তিনি দিয়েছিলেন ইরানের রাষ্ট্রদূত ইয়াদগার আলিকে। অন্যটি দেওয়া হয়েছিল হায়দরাবাদের নিজামকে। সেটিই পরে নিলাম করার চেষ্টা হয়েছিল ১৯৮৭ সালে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি মামলা দায়ের করে সেটি উদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু সাফল্য আসে নি। সাড়ে তিন দশক কেটে যাওয়ার পর এবার নতুন করে সেই স্বর্ণমুদ্রার সন্ধান শুরু করেছে কেন্দ্র।




















































































































































