রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ, চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। একদিন স্বস্তি দিলেও পরের দিন আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনার চতুর্থ ঢেউ( 4th wave of corona) কি আসন্ন? দেশের লাগাতার ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। সাধারণ মানুষ স্বাভাবিক ছন্দে জীবনে ফিরতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ ভাইরাস। লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।গতকাল যে সংখ্যাটা নেমে গিয়েছিল ১২ হাজারের নিচে, আজ তা পেরিয়ে গেল ১৪ হাজারের গণ্ডি।

করোনার চতুর্থ ঢেউ দাপিয়ে বেড়াচ্ছে। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন। চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬০২ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন।এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭৭। চিন্তা বাড়ছে মহারাষ্ট্র নিয়ে। তবে তুলনামূলক স্বস্তিজনক রাজধানী দিল্লির করোনা গ্রাফ। যত তাড়াতাড়ি সম্ভব করোনার টিকা সম্পূর্ণ করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। করোনা নিয়ে চিন্তা কমার কোনও লক্ষণ নেই। অন্যদিকে রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪২৪, মৃত ২।

















































































































































