উদয়পুরে ঘটে যাওয়া নৃশংস অত্যাচার নিয়ে নিন্দা করে টুইট মমতার

0
7

উদয়পুরে ঘটে যাওয়া নৃশংস অত্যাচার নিয়ে চাঞ্চল্য গোটা দেশ জুড়ে। এই নৃশংস অত্যাচারের তীব্র নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। উদয়পুরের ঘটনায় এবার মতামত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

 

এদিন টুইট করে তিনি জানিয়েছেন, যাই ঘটে যাক না কেন, সহিংসতা এবং চরমপন্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন টুইট করে গতকাল উদয়পুরে ঘটে যাওয়া নৃশংস অত্যাচারের ঘটনার তীব্র নিন্দা করেছেন । পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে তিনি সবার কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।