মুম্বই ফিরে আমার সঙ্গে কথা বলুন: বিক্ষুব্ধদের আবেগঘন বার্তা উদ্ধবের

0
2

চরম আকার ধারণ করেছে মহারাষ্ট্রের(Maharastra) রাজনৈতিক সঙ্কট। সরকার ফেলার লক্ষ্য নিয়ে শীঘ্রই মহারাষ্ট্রে ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিবিরের নেতা একনাথ শিন্ডে(Eknath Shinde)। এহেন পরিস্থিতির মাঝেই এবার শিন্ডে গোষ্ঠীকে আবেগঘন বার্তা দিলেন উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। আবেদন জানালেন, গুয়াহাটি থেকে মুম্বই ফিরে এসে তাঁর সঙ্গে কথা বলার।

এদিন বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তায় উদ্ধব বলেন, “আপনারা আটকে রয়েছেন গুয়াহাটিতে গত কয়েকদিন ধরে। প্রতিদিন আপনাদের নিয়ে নতুন তথ্য আসতে শুরু করছে। … আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর আপনারা অনেকেই শিবসেনায় রয়েছেন। বহু পারিবারের লোকজনও আমার সঙ্গে যোগাযোগ করেছেন।” নিজের বার্তায় উদ্ধব বলেন, “শিবসেনা পরিবারের প্রধান হিসাবে আপনাদের ভাবনাকে আমি সম্মান করি। প্রধান হিসাবে আমি আমার মন থেকে বলছি, কোনও বিভ্রান্তি থাকলে সরিয়ে ফেলুন, কোনও সমাধান নিশ্চয় বের হবে। আপনাদের জন্য চিন্তা হচ্ছে। চলে আসুন এখানে কথা বলার জন্য।” যদিও শিন্ডে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কাউকে আটকে রাখেননি। ৫০ জন বিধায়ক তাঁর সমর্থনে রয়েছেন।

অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা নিচ্ছেন শিন্ডে। বর্তমানে অসমের গুয়াহাটির ব়্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন উদ্ধবের বিরুদ্ধে সোচ্চার হওয়া শিবসেনা নেতা একনাথ শিণ্ডে। এদিকে অঙ্কের হিসেবে যা জানা যাচ্ছে তাতে উদ্ধব সরকারকে ফেলতে একনাথ শিণ্ডের ৩৭ জন বিধায়ক প্রয়োজন। একনাথের দাবি, তাঁর সমর্থনে রয়েছে ৫০ জন বিধায়ক। যদিও এই হিসেব কতদূর মিলবে তা জানা যাবে আস্থা ভোটের লড়াইয়েই।