বম্বে হাই এলাকায় ৯ জনকে নিয়ে ওএনজিসি-র কপ্টারের জরুরি অবতরণ

0
4

অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি)-এর হেলিকপ্টারের জরুরি অবতরণ ঘিরে চাঞ্চল্য।জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে দুই চালক-সহ মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। বাকিদের উদ্ধারের জন্য লড়াই চলছে।

ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, বম্বে হাই এলাকায় তাদের ‘সাগর কিরণ রিগ’-এর কাছে ৭ জন যাত্রী ও দু’জন চালককে নিয়ে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। উদ্ধারকারী নৌকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে চার জন এবং পরে আরও এক জনকে উদ্ধার করেছে।এখনও উদ্ধারকাজ চলছে।কিন্তু ওএনজিসির কপ্টারের জরুরি অবতরণের কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন- কোচবিহার পুলিশের বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী