অবিরাম বৃষ্টির জেরে ধস গভীর রাতে ধস নামল সিকিমের গ্যাংটকে। ধসের জেরে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন:মুম্বইয়ের কুরলায় চারতলা আবাসনে ধস! মৃত ১

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত ১টা ১৫ নাগাদ আচমকা ধস নামে। ধসের কবলে পড়ে বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ি। তাঁর স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়। নিখোঁজ বিমল মঙ্গারও। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকারী দল।



এদিকে আলিপুর আবহাওয়া দফতর তরফে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। মঙ্গল এবং বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে বাড়তে পারে জলস্তর। ফলে ফের ধস নামার সম্ভাবনা রয়েছে।







































































































































