আজ আসানসোলে মুখ্যমন্ত্রীর কর্মিসভা

0
2

তিন দিনের জেলা সফরে বর্ধমান গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের মে মাসের শেষে দুর্গাপুরের সার্কিট হাউসের লাউঞ্জে দাঁড়িয়ে আসানসোলে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। আজ, মঙ্গলবার সেই প্রতীক্ষার প্রহর গোনার অবসান। এবারের প্রথম লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর এই ঐতিহাসিক জয়ের পর এই প্রথম আসানসোলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:‘তোমার পাশে আছি’, রেনুকে জড়িয়ে ধরে সাহস দিলেন মুখ্যমন্ত্রী


বর্ধমান সফরের দ্বিতীয় দিনে আজ,মঙ্গলবার রয়েছে তাঁর কর্মিসভা। আসানসোল স্টেডিয়ামে (পোলো ময়দান) ওই সভা হবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কড়া বন্দোবস্ত করা হয়েছে। চলছে কড়া নজরদারি।
href=”https://bbs.rndsolutions.in/2022/06/12/dont-visit-howrah-police-advise-bjps-suvendu-adhikari/”>শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


দলীয় সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী সভায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র ও বিধায়ক বিধান উপাধ্যায়, ভি শিবদাসন দাসু, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রদীপ মজুমদার, অমরনাথ চট্টোপাধ্যায়-সহ জেলার কয়েক জন নেতা ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। থাকতে পারেন বিধায়ক বাবুল সুপ্রিয়ও।