আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে খেলতে নেমে ঠান্ডায় কাঁপছিলেন যুজবেন্দ্র চ্যাহাল (Yuzvendra Chahal)। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে এমনটাই জানালেন চ্যাহাল।

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু এই ম্যাচই বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে খেলা শুরু হয়। বৃষ্টির পরেই তাপমাত্রা এক ধাক্কায় নেমে যায় অনেকটা। আর তাতেই নাকি সমস্যায় পড়ে গিয়েছিলেন চ্যাহাল। এই নিয়ে তিনি বলেন, “এরকম ঠান্ডায় বল করা খুব কঠিন হয়ে গিয়েছিল। নিজেকে আজ ফিঙ্গার স্পিনার মনে হচ্ছিল। তাতেও বল করতে খুব সমস্যা হচ্ছিল। তবে এখানে এলে এরকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হবে।”
এরপাশাপাশি চ্যাহাল আরও বলেন,” এখন তিনটে সোয়েটার পরে আছি। খুব ঠান্ডা লাগছে।”
আরও পড়ুন:India Team: টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হার হরমনপ্রীতদের



















































































































































