শিক্ষক নিয়োগের ইতিহাসের প্রশ্নে ভুল, নম্বর দেওয়ার নির্দেশ আদালতের

0
3

২০১৬ সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। কিন্তু ওই নিয়োগে ইতিহাসের প্রশ্ন ভুল ছিল । এই দাবি নিয়ে পরবর্তীতে কলকাতা হাই কোর্টে মামলা হয়। নবম-দশমে ২০ জন এবং একাদশ-দ্বাদশে দু’জন পরীক্ষার্থী মামলা করেছিলেন।এই মামলায় মামলাকারীদের দাবির সত্যতা রয়েছে বলে জানান স্বয়ং স্কুল সার্ভিস কমিশন-এর আইনজীবী। এর পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশন নিজেই যেহেতু প্রশ্ন ভুলের বিষয়টিস্বীকার করে নিয়েছে ফলে মামলাকারীদের ওই নম্বর দিতে হবে। আদালতের এই নির্দেশের ফলে অনেক পরীক্ষার্থীরই নিয়োগ-পরীক্ষায় নম্বর বাড়বে বলে মনে করা হচ্ছে।