ভারতীয় দলে (India Team) যোগ দিতে ইংল্যান্ড (England) উড়ে গেলেন ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন ময়ঙ্ক নিজেই। চোটের কারণে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। অপরদিকে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দুই তারকা না থাকায় স্বাভাবিক ভাবেই চাপে পড়ে গিয়েছ ভারতীয় দল। তাই শেষ পর্যন্ত ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হল ময়ঙ্ককে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলার সম্ভাবনা ক্রমশই কমছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। কেল রাহুলের পাশাপাশি রোহিতও অনিশ্চিত হওয়ায় ওপেনিং জুটি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতেই তড়িঘড়ি ময়ঙ্ককে ডেকে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও রোহিতকে পাওয়া যাবে কি না, সে সম্পর্কে এখনও ভারতীয় শিবিরের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনে রোহিত কেমন থাকেন সে দিকেই কড়া নজরে রাখা হচ্ছে।
শেষ টেস্ট ময়ঙ্ক খেলেছিলেন মার্চ মাসে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে। ২ ম্যাচে ১৯.৬৬ গড়ে মাত্র ৫৯ রান করতে পেরেছিলেন তিনি।
আরও পড়ুন:India Team: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়ে খুশি হার্দিক, গড়লেন অনন্য নজির



















































































































































