EastBengal: আগামী মাসে লাল-হলুদের সঙ্গে ইমামি গ্রুপের হতে পারে চুক্তি বিষয় নিয়ে আলোচনা

0
4

জুলাই মাসে হবে ইমামি গ্রুপের (Emami Grup) সঙ্গে চুক্তিপত্র নিয়ে আলোচনা। রবিবার এমনটাই জানান হল ইস্টবেঙ্গলের ( EastBengal) পক্ষ থেকে। এদিন লাল-হলুদের পক্ষ থেকে জানান হয়, ইমামি গ্রুপের পাঠানো চুক্তিপত্র আইনজীবীদের দেওয়া হয়েছিল। তারা সেটি তৈরি করে দিয়েছেন। সেই চুক্তিপত্র আজকে ইমামি গ্রুপের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিন এক সাক্ষাৎকারে লাল-হলুদ কর্তা বলেন,” ওনারা যেটা দিয়েছিলেন, আমরা সেটা আজকে পাঠিয়ে দিয়েছি। আমাদের আইনজীবীদের দেওয়া হয়েছিল। সেটি তৈরি করে দেওয়ার পর আমরা সেটি পাঠিয়ে দিয়েছি।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” ১ জুলাই ইমামি গ্রুপের একটি অনুষ্ঠান রয়েছে। তাই হয়ত ২-৩ জুলাইয়ের আগে চুক্তিপত্র নিয়ে আলোচনা হওয়া সম্ভবও নয়। তারপর আমরা বসব। এটাই আশা রাখি।”

আরও পড়ুন:Sarfaraz Khan: রঞ্জির সিরিজ সেরা সরফরাজ, কৃতিত্ব দিলেন বাবাকে