Sarfaraz Khan: রঞ্জির সিরিজ সেরা সরফরাজ, কৃতিত্ব দিলেন বাবাকে

0
2

রঞ্জিট্রফিতে (Ranji Trophy) দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে সিরিজ সেরা হলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ২০২২ রঞ্জিট্রফিতে সরফরাজ খান মুম্বইয়ের হয়ে করেছেন ৯৮২ রান। আর এরফলে এবারের রঞ্জি ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন সরফরাজ। আর এই পুরস্কার পেয়ে গোটা কৃতিত্ব দিলেন বাবাকে।

এদিন প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার পরে সরফরাজ খান বলেন, “এটার কৃতিত্ব আমার বাবার। যিনি সেখানে দাঁড়িয়েছিলেন। আমি শুধু উইকেটে থাকার এবং রান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমি যতটা সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করেছি এবং মাঠে থাকার চেষ্টা করেছি। এই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম।”

এখনও পযর্ন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সরফরাজ। ৩৫ ইনিংসে তিনি করেছেন ২৩৫১ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ৩০১ রানে অপরাজিত। রঞ্জি ট্রফিতে ৭টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি করেছেন সরফরাজ খান।

আরও পড়ুন:Ranji Trophy: ২৩ বছরের জ্বালা মেটালেন চন্দ্রকান্ত, ম‍্যাচ শেষে আবেগে ভাসলেন তিনি