রবিবার ৬ টি পুর ওয়ার্ডে (West Bengal Bypoll 2022) ভোটগ্রহণ হল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সর্বত্রই ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে । কোথাও কোনো অশান্তি ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । ফলপ্রকাশ আগামী বুধবার।
এদিন দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হয়েছে। পুরভোটের সময় এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। অন্যদিকে ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডেও উপনির্বাচন হয়। ঝলদায় তপন কান্দুর জায়গায় এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁর ভাইপো মিঠুন কান্দু। এই নির্বাচনে মিঠুনকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক।তৃণমূলের হয়ে লড়েছেন জগন্নাথ রজক। বিজেপির প্রার্থী ছিলেন পরেশচন্দ্র দাস। অন্যদিকে, পানিহাটিতে অনুপম দত্তর জায়গায় তৃণমূলের পক্ষ থেকে ভোট লড়ছেন তাঁরই স্ত্রী মীনাক্ষি দত্ত।
সকাল থেকে সর্বত্রই ভোটাররা উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে থেকে থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করেও ভোট দিয়েছেন সকলে।